ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ি মেলা

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫০

লালমনিরহাটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ির মেলা। বুধবার (২৩ অক্টোবর) দিনব্যাপী ‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’- এ স্লোগানে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার গড্ডিমারী উচ্চবিদ্যালয় মাঠে আরডিআরএস-বাংলাদেশের জননী প্রকল্প এ মেলার আয়োজন করে।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ।

সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এ ‘বউ-শাশুড়ির’ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মাইনুদ্দিন ভূঁইয়া, স্থানীয় সমন্বয়কারী নুর আলম, গড্ডিমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমায়। সব শ্রেণিপেশার মানুষ গ্রাম বাঙলার ঐতিহ্য এ মেলা উপভোগ করেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ