ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পাগলি মা হয়েছেন, বাবা হয়নি কেউ!

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৭

টাঙ্গাইলে এক পাগলি মা হয়েছেন। তবে সদ্য ভূমিষ্ট হওয়া ওই নবজাতকের নেই কোনো পিতৃপরিচয়। বর্তমানে ওই নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে পাগলি ও সন্তান সুস্থ রয়েছে।

সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, সম্প্রতি মানসিক ভারসাম্যহীন ওই গর্ভবতী নারীকে উলঙ্গ অবস্থায় জেলার কালিহাতী উপজেলার

দূর্গাপুর পটল বাজারে স্থানীয়রা উদ্ধার করে। পরে তার সন্ধানে ফেসবুকে পোস্ট করা হয়। বিষয়টি আল মুকাদ্দাস

ফাউন্ডেশন আশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারইয়াম মুকাদ্দাস মিস্টি’র নজরে আসেন। পরে তিনি সেখানে গিয়ে ওই তাকে আশ্রমে নিয়ে আসেন।

মারইয়াম মুকাদ্দাস মিস্টি বলেন, ১৫ দিন মানসিক ভারসাম্যহীন ওই গর্ভবতী নারী আমাদের আশ্রমে ছিলো। হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাতে তার ছেলে সন্তানের জন্ম হয়। পাগলি মা হয়েছে ঠিকই, কিন্ত পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবার কোনো পরিচয় নেই।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী গর্ভবর্তী অবস্থায় আমাদের কাছে আসেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে বাচ্চা প্রসবের ব্যবস্থা করা হয়। নবজাতকের ওজন আড়াই কেজি হবে। তাদের সমাজ সেবার আওতায় রাখা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ