মাগুরায় জাতীয় বিশ্ববিদ্যিালয় অধিভুক্ত বেসরকারি কলেজ পর্যায়ে সম্মান ও এমএ পাঠ দানরত ৩৫০০ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। সকালে প্রেসক্লাবরে সামনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজ দেশের বভিন্নি কলেজের শিক্ষরা সম্মান পর্যায়ে ৩২ বছর ধরে পাঠদান করে যাচ্ছেন। অথচ তাদরে এমপওিভুক্ত করা হয়নি। অনেক শিক্ষক ইতোমধ্যে চাকরি জীবন শেষ করেছেন। বর্তমানে পাঠদানরত শিক্ষকরা এমপওিভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করেছেন। অবিলম্বে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা সব শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়। দাবি পূরণ নাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয়।
উল্লখ্যে, ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে এসব শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এ সময় অনেক শিক্ষক টিয়ারশেল ও রাবার বুলেটের আঘাতে আহত হন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ