ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

সবজির বাজার চড়া, দিশেহারা সাধারণ মানুষ

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২৪, ২২:৩১

কুমিল্লার নাঙ্গলকোটে কাঁচা সবজির বাজার আকাশচুম্বী, যাদের মাছ-মাংস খাওয়ার সাধ্য ছিল না, ভরসা ছিল শুধু শাকসবজিতেই। বাজারে সবজির চড়া মূল্যের ফলে সেই শাক-সবজিই এখন তাদের কাছে বিলাসী পণ্য। এতে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে।

বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে শাকসবজি। দিন যতই যাচ্ছে সবজিতে উচ্চমূল্যের উত্তাপ ছড়াচ্ছে। ফলে সবজি কেনা তো দূরের কথা, হাত দেয়াই দুষ্কর হয়ে পড়েছে।

উপজেলার পৌর সদর নাঙ্গলকোট বাজার, শান্তির বাজার, বাঙ্গড্ডা বাজার, ঝারিয়া বাজারসহ কয়েকটি বাজারে সোমবার (২১ অক্টোবর) সরেজমিন দেখা যায়, বাজারে ১ কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। টমেটোর কেজিপ্রতি দাম ১৫০ টাকা, ধুন্দল ১২০ টাকা, করলা ৮০, বরবটির কেজি ১২০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গার কেজি ১০০ টাকা, পটল ৮০ টাকা, ওলকচু ১০০ টাকা, কচুর ছড়া ৮০ টাকা, কচুর লতির ১০০ টাকা, লাউ গড়ে প্রতি পিস ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৬০ টাকা, শসা ৯০ টাকা, কাঁচা পেঁপে ৬০ টাকা, গাজর ২০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বেগুন ১২০ টাকা, দেশি শিম ২৬০ টাকা, ডিমের হালি ৬০ টাকা, ছোট আকারের কুমড়ার শাক কিংবা লাউ শাকের আঁটি ৮০ টাকা, কলমি শাকের আঁটি ২০ টাকা, লালশাকের আঁটি ৭০ টাকা। এভাবে প্রতিটি শাকসবজির বর্তমান বাজার মূল্য বেশ চড়া।

উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দাসনাই পাড়া গ্রামের শান্তির বাজার সবজি ব্যবসায়ী জিতু মিয়া বলেন, আমাদের পাইকারি সবজি কিনে এনে সামান্য লাভে বিক্রি করছি, কমে কিনতে পারলে কম বিক্রি করবো। শীতকালীন সবজি উঠে আসলে হয়তো দাম কমার সম্ভাবনা রয়েছে।

বাজার করতে আসা দিনমজুর ফরিদ আহম্মেদ বলেন, বাজার করতে এসে দেখি কাঁচা সবজির দাম আকাশচুম্বী। ভেবেছিলাম, দুয়েক পদের সবজি কিনে বাড়ি ফিরব। কিন্তু দাম বেশি হওয়ায় ১২০ টাকায় দুই কেজি আলু, আর ১ কেজি মুলা কিনলাম। তিনি দীর্ঘশ্বাস পেলে বলেন হয়তো কয়দিন পর সবজি কিনার ক্ষমতা থাকবে না।

সবজি ক্রেতা রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরী পাড়া গ্রামের কাওছার বলেন, বাজারে মাছ-মাংসের দাম বেশি। সাধারণ মানুষের ভরসা ছিল শাকসবজি। কিন্তু সেটাও প্রতিদিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ১০০ টাকার নিচে কোনো সবজি কেনা যায় না।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ