ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

আন্ডারপাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অবরোধ

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২৪, ১১:৫৯

টাঙ্গাইলে কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ হয় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷

স্থানীয় জানায়, মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় প্রায় সময়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে স্থানীয়রা ওই স্থানে আন্ডারপাসের দাবি করে আসছিল৷ কিন্ত এখন পর্যন্ত কোন সমাধান না হওয়ায় মঙ্গলবার সকালে আন্ডারপাসের দাবিতে স্থানীয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে৷ এতে মহাসড়কের দুই পাশেই প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়৷ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের আশস্ত করে৷ পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক অবরোধ তুলে নেয়৷

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের আশস্ত করা হলে তারা অবরোধ তুলে নেয়৷

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ