ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৪, ১৮:০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলার মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ভারড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলার আটাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভারড়া বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে সন্ত্রাসীরা ছাত্রদের ওপর হামলা চালায়। এ শিক্ষার্থী তাহাজ উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৩৫ জনের নামে নাগরপুর থানায় মামলা করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার এক নম্বর আসামি। গ্রেপ্তারকৃত টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ