ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৭০ বছরের স্কুল, হয়নি জাতীয়করণ

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ১৫:৪১

স্কুলটির আনুমানিক বয়স ১৭০ বছর। দেশের প্রথম নারী শিক্ষাপ্রতিষ্ঠান বলা হয় স্কুলটিকে। প্রায় দুই শতাধিক বছর পুরানো এই শিক্ষাপ্রতিষ্ঠাটি এখনো পর্যন্ত জাতীয়করণ না হওয়ার কারণে উৎকন্ঠা প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্কুলটি হলো খুলনা জেলার পাইকগাছা উপজেলা রাড়লী ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা সাল ১৮৫০। তৎকালীন জমিদার হরিশ্চন্দ্র রায় তার স্ত্রী ভুবন মোহিনী দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই হরিশ্চন্দ্র হলেন- প্রখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি রায়ের) পিতা।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্ম গ্রহণ করেন ১৮৮০ সালে ৯ ডিসেম্বর। কিন্তু তার প্রায় ৩০ বছর আগে এই প্রতিষ্ঠানটি হয়। পিসি রায়ের পিতা হরিশ্চন্দ্র রায় নারী শিক্ষাকে প্রসারিত করতে ১৮৫০ সালে কোন এক সময় স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজের স্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম করেন।

প্রতিষ্ঠালগ্নে স্কুলটি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক এ পাঠদান করানো হলেও পরবর্তীতে তা মাধ্যমিকে উত্তীর্ণ হয়। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ২১২ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ১২ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন দক্ষতার সাথে। বিগত ৫ বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাধ্যমিকে শতভাগ পাস করে আসছে।

দ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ বলেন, ধারণা করা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম নারী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। কিন্তু এখনো জাতীয়করণ হয়নি। আমরা বিদ্যালয়টি জাতীয়করণে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ