ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কলাপাড়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে আটজনকে কুপিয়ে জখম

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৪৩

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়ে বাড়িতে সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আটজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টায় টিয়াখালী ইউপির বঙ্গবন্ধু কলোনিতে মরিচের গুঁড়া ছিটিয়ে অভিনব কায়দায় এ হামলার ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় আহত বেল্লাল খলিফা, হেলাল খলিফা, বাকিব, নয়ন হাওলাদার, ইমন, খলিল খলিফা, ছগির ফকির ও নজরুল খানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। তবে এ ঘটনায় ওই রাতেই সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালের শয্যায় থেকে বেল্লাল খলিফা বলেন, রাতে কলোনিতে শুভ নামে একজনের বিয়ের অনুষ্ঠান চলছিল। কিন্তু সেখানে খেলাধুলার মধ্যে সিনিয়র জুনিয়রদের ঝামেলা সৃষ্টি হয়। এক পর্যায়ে লিটন নামে একজন ফোন করে তাকে ঝামেলা মিটাতে ডেকে নেন। তিনি সেখানে যাওয়া মাত্রই মরিচের গুঁড়া ছিটেয়ে তাকেসহ আটজনকে এলোপাতারি কুপিয়ে জখম করে লিটন হৃদয়, শান্ত পারভেজ, সাগর, রেহেনাসহ আরও কয়েকজন। এদিকে আটক সুমনের স্ত্রী খাদিজার দাবি সুমন একজন অটোচালক।

দিনভর কাজ শেষে স্ত্রী সন্তানকে নিয়ে ঘটনার সময় ঘরে ঘুমিয়ে ছিলেন। কিন্তু হামলাকারীদের আত্মীয় হওয়ার সুবাদে তাকে ঘুম থেকে টেনে তুলে বেধরক পিটিয়ে আহত করে বেল্লালের লোকজন। পরে তার নির্দোষ স্বামীকে আটক করে। সুমনের মা জুলেখা বেগম বলেন, যারা হামলায় জড়িত ছিল এবং যারা আহত হয়েছে তারা উভয় পক্ষই এ কলোনিতে মানুষকে ভিতির মধ্যে রাখে। কিন্তু আমার নিরাপরাধ ছেলেকে ভুলে আটক করেছে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল আহম্মেদ জানান, ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে রাতে একজনকে আটক করা হয়েছে। আর এখনো অভিযোগ পাইনি। পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ