ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

দশমিনায় ৭৫ হাজার মিটার জাল জব্দ

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২৪, ১০:২০

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মা ইলিশ শিকারের সময় ছয় জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ও সন্ধ্যা পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশে এ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছে থেকে ৭২ হাজার মিটার কারেন্টজাল ও ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম,সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসান, দশমিনা নৌ ফাঁড়ি ইনচার্জ মো. আক্তার হোসেনসহ অন্য সহকর্মীরা।

আটককৃত জেলেরা ভোলা জেলার লালামোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা মো. আলাউদ্দিন হাওলাদার (৩০), মো. শাহাদাত হোসেন (২৯), মো. শাহিন হাওলাদার (২৫), মো. আবুল হোসেন (২৫), মো. ইমরান চৌকিদার (২১) মো. আরিফ খা (২০)।

আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিজা নাজ নীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত জাল তেঁতুলিয়া নদীর তীরবর্তী হাজিরহাট লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করে ও স্থানীয় নয়টি এতিমখানায় ওই মাছ বিতরণ হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ