ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

মিরসরাইয়ে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২৪, ১৭:২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে দুই মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা ও তাদের কাছে থাকা ৬০ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার মিঠাছাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, মিঠাছাড়া এলাকায় বাজার মনিটরিং

কার্যক্রম পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে ২ মাছ বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এর ৫ ধারা অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

এ সময় বাজারের বিভিন্ন পণ্যের বিক্রেতাদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা ও নির্ধারিত দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ