নেত্রকোনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তিমূলক পোস্ট করায় রানা চন্দ্র সরকার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার(১৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
এর আগে বুধবার ১২টা ৫ মিনিটে জেলার পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক রানা চন্দ্র সরকার সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের মৃত রঞ্জিত চন্দ্র সরকারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সোমবার (১৫ অক্টোবর) Rana Sarket নামের তার এক ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘দেবী দূর্গা এবং ভক্ত’ শিরোনামে কাল্পনিক কথোপকথনের এক পর্যায়ে হজরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তিমূলক পোস্ট করেন। যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে আজ দুপুরে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোক্তারপাড়া এলাকা থেকে রানা চন্দ্র সরকারকে আটক করেছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক রানা চন্দ্র সরকার নেত্রকোনা মডেল থানা হেফাজতে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ