ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬
বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, দীর্ঘ যানজটে ভোগান্তি 

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ০৫:০৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ০৫:১১
সংগৃহীত ছবি

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকার পূর্ব পাশে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে কাভার্ড ভ্যান। এতে কাভার্ড ভ্যানের চালকসহ দুজন আহত হয়েছেন।

এ দুর্ঘটনা করণে সেতু পশ্চিম পাশ থেকে পাঁচলিয়া বাজার পর্যন্ত প্রায় ১৮কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

শনিবার রাত পৌনে ৪টার দিকে সেখানে ফায়ার সার্ভিসের সদস্য ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ যৌথভাবে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাককে উত্তরবঙ্গগামী কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও সহকারী আহত হন। তবে কাভার্ড ভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চালক আটকা পড়েন। পরে ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের জন্য রাস্তা বন্ধ করতে হয়। এতে ঘটনাস্থল থেকে একদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও অন্যদিকে পাঁচলিয়া বাজার পর্যন্ত যানজট দেখা দেয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ