সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারকালে শ্রী অজয় মণ্ডল (২২) নামে একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (১২ অক্টোবর) জেলার সদর থানার কালিয়ানী নামক জায়গা থেকে তাকে আটক করা হয়।
আটক অজয় মণ্ডল সাতক্ষীরার আশাশুনি থানার তালবাড়িয়া গ্রামের শ্রী বিজন মণ্ডলের ছেলে।
আজ রোববার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের কালিয়ানী নামক স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারাপার হবে। এমন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল একজন ব্যক্তি আটক করে। আটকের সময় তার কাছ থেকে একটি সিম ও একটি মোবাইল সেট জব্দ করে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং পারাপার চক্রের একজনকে পলাতক আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ