ঢাকা, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

বরিশালে শের-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৭

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলায় এ আগুন লাগে।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার বলেন, আজ সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলায় আগুন লাগে। জায়গাটি হাসপাতালের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। সেখানে ব্যবহৃত হাসপাতালের চাদর, তোষক, বালিশের কাভারসহ বিভিন্ন ধরনের মালামাল রাখা হতো।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেডিসিন ভবনের নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

ওয়ার্ড মাস্টার বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ