ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

নড়াইলে জামায়াত নেতাদের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৪, ১২:৩৭

নড়াইলের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট বাচ্চুসহ নেতাকর্মীরা।

দুই দিনে সদর উপজেলার নড়াইল পৌরসভা, মাইজপাড়া, হবখালী , শাহাবাদ, কলোড়া, তুলারামপুর, আউড়িয়া, মুলিয়া, লোহাগাড়া উপজেলার লাহুড়িয়া, নলদী, শালনগর, নোয়াগ্ৰাম ইউনিয়নের শতাধিক মন্দির পরিদর্শন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল পৌরসভা আমির হাফেজ মাওলানা আল আমিন, সদর উপজেলা আমির হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, নড়াইল, মাইজপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, গোবরা মিত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, লোহাগাড়া থানার ওসি অপারেশন, নলদী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, মতুয়া সম্প্রদায়ের জেলা সভাপতি অসীম পাল, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু জানান, জামায়াতের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয়া দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারবে এমন ধারণা আগে থেকেই দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত দুই দিনে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছি এবং দেখতে পেরেছি সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মোউৎসব পালন করতে পারছেন নির্বিঘ্নে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ