ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় তিন গরু আটক

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৪, ১০:৪৩

সাতক্ষীরা জেলার চান্দুরিয়া সীমান্ত থেকে ভারতীয় তিনটি গরু আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্তের কাদপুর খালপাড় নামক স্থান থেকে এ গরু আটক করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির কাদপুর খালপাড় নামক স্থানে নায়েক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে তিনটি ভারতীয় গরু আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। গরু তিনটি সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ