নাটোরের বাগাতিপাড়ায় হিদু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গাৎসবে বিভিন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা-উপজলা পর্যায়ের জামায়াত নেতারা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার দয়ারামপুর থেকে শুরু করে উপজেলার প্রতিটি ইউনিয়নের মণ্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় জামায়াতের নেতারা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন ও পূজা উদযাপন কমিটির নেতারাসহ হিদু স্ম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। নিরাপত্তা নিয়ে খোঁজ-খবর নেন।
এ ছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতার বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতাদেরকে আশ্বস্ত করেন জামায়াত নেতারা। এসময় তারা মণ্ডপগুলাতে রক্ষিত পরিদর্শন বহিত তাদের স্ব-স্ব মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের জামায়াত ইসলামীর নির্ধারিত প্রার্থী নাটোর জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য মওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা আমির মওলানা একেএম আফজাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসন প্রমুখ।
ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ জামায়াতের জেলা-উপজলা পর্যায়ের বিভিন্ন নেতা ও ছাত্র শিবিরের নেতারাও সঙ্গে ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ