ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

রাতারাতি নিত্যপণ্যের দাম কমানো সম্ভব নয়: বাণিজ্য মন্ত্রণালয়

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৪, ১৪:১৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১৪:৫৬

রাতারাতি বাজারে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব নয়। তবে, অভিযানের ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে বাজার মনিটরিং টিম।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে অভিযান শেষে এসব কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের এই টিম।

অভিযানে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। তবে নজরদারি চালানো হয়। এসময় পণ্যের বাড়তি দামের কারণ হিসেবে কারওয়ান বাজারের সিন্ডিকেটকে দোষারোপ করেন বনানী কাঁচাবাজারের ব্যবসায়ীরা। পাইকারি বাজার থেকে পণ্য কেনার পরও খুচরা ব্যবসায়ীদের রশিদ দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তাঁরা।

অভিযানের নেতৃত্বদানকারী বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুলতানা আক্তার জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে বাজারে অভিযানের সংখ্যা বাড়ানো হবে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ