ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৪, ১৪:১৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১৫:০২

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন। এ সময় ৪টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, চারটি ট্রলারে ৬০ জনকে উদ্ধার করে আনা হচ্ছে টেকনাফে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। তিনি জানান, মাছ ধরার সময় ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। তবে কারা গুলি চালিয়েছে বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।

এসময় ৪টি ট্রলারসহ ৬০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের টেকনাফে ফিরিয়ে আনা হচ্ছে।

এর আগে সোমবার ৫ জেলেকে শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল তাদের ফিরিয়ে আনে বিজিবি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ