ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ 

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫১

নেত্রকোনা দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ফারাংপাড়া জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রুয়েল রিছিল সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আনুত সাংমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরেই পানি বেড়েছে সোমেশ্বরী নদীতে। মঙ্গলবার নদীর পানি কমে যাওয়ায় রুয়ালসহ চার বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যায়। বিকেলে মাছের জাল তুলতে গেলে চোরাবালুর গর্তে পড়ে যায় রুয়েল রিছিল। তার চিৎকার শুনে পাড়ে থাকা তিন বন্ধু তাকে উদ্ধার করতে গেলে তারাও গর্তে পড়ে যায়। এ সময় পার থেকে বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দা আলামিন দ্রুত নৌকা নিয়ে ছুটে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যায় রুয়েল রিছিল। পরের স্থানীয়রা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

নিখোঁজ রুয়েল বন্ধু দারউইন মারাক জানান, আমরা চার বন্ধু মিলে দুপুরে মাছ ধরতে নদীতে আসি। এ সময় রুয়েল দু-তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। আমরা চিৎকার শুনে দ্রুত তাকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পড়ে গেলে স্থানীয় এক ব্যক্তি আমাদের উদ্ধার করে। কিন্তু রয়েল নিখোঁজ হয়ে যায়।

এ ব্যাপারে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয় জানান, খবর পাওয়ার পর আমি বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানাই এরপর তারা এসে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজের কোন খোঁজ পাওয়া যায়নি।

দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সাথে নিয়ে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করি। এরপর রাতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসলে তারাও উদ্ধার কাজে যোগ দেয়।

উল্লেখ্য এর আগে গত সোমবার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ