বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে ডিমের খামারিসহ ৩ আড়তদারকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২৪, ২২:০২

সারাদেশে ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের বাহিরে ডিম বিক্রি না করাসহ মুরগি খামার ও পাইকারি ডিমের আড়তগুলোতে অভিযান চালিয়ে টাঙ্গাইলের সখীপুরে খামারিসহ তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার কুতুবপুর ও বড়চওনা বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর।

তিনি বলেন, মুরগির খামারি ও ডিমের পাইকারি আড়তে তদারকি করে পাইকারি বিক্রয় রশিদে দর উল্লেখ না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় কুতুব বাজারের মেসার্স রবিউল ট্রেডার্সকে ৮০ হাজার, একই অপরাধে ডিমের পাইকারি মেসার্স এসএসএস এন্টার প্রাইজকে ৮০ হাজার ও বড়চওনা বাজারের জাকিয়া এন্টার প্রাইজকে ১ লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

ডিমের বাজারে খামারি ও আড়তদারের কারসাজি নৈরাজ্যে বন্ধ করাসহ জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ