ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২৪, ১৯:০৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়েলারী ব্যবসায়ী সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (8 অক্টোবর) বিকেল উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন-ছনপাড়া সড়কের কেরাবো এলাকায় কর্মসূচি পালন করা হয়। যেখানে কয়েকশত নারী পুরুষ অংশ নেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, গত ৪ অক্টোবর রাত ২টার দিকে স্থানীয় রানীপুরা বাজারে একটি মার্কেটে নিজ দোকানের ভিতরের ব্যবসায়ী সোহেলকে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা সফিউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের স্বজনরা, ব্যবসায়ী সোহেলকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ