ঢাকা, রোববার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৪, ১৬:৩৮

কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে ও বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শহরের কমলপুর এলাকার রাফি মিয়া (২৪), কালিপুর এলাকার আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান (৫৮), তাতাঁরকান্দি এলাকার যুবলীগ নেতা মাছুম মিয়া (৩৪) ও ভৈরবপুর দক্ষিণ পাড়ার যুবলীগ নেতা রিগ্যান মিয়া (৪২)।

আজ রোববার (৬ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে ভৈরব থানা পুলিশ।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শহীদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত চারজন গত ১৯ জুলাই, ২৭ আগস্ট ও ৭ সেপ্টেম্বর তারিখে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। এতদিন তারা পলাতক ছিল। শনিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসমত উল্লাহ জানান, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত চারজনকে শনিবার সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ