রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ২৩:০৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ২৩:০৭

ঢাকার কেরানীগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রোহিতপুর বোডিং মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যার পরে বোডিং মার্কেট এলাকায় চলমান একটা ট্রাক একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি হোটেলের চুলায় গিয়ে পড়ে। পরে চুলার পাশে থাকা গ্যাস সিলেন্ডারটির বিস্ফোরণ ঘটে আশপাশের চার পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিনজনের মরদেহ উদ্ধার করে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, রামেরকান্দা বিরিয়ানের দোকানে আগুনে এখন পযন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আর ও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও নিশ্চিত করা যায়নি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ