ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে চাঁদা না পেয়ে আবাসন কোম্পানিতে হামলা, আটক ৬

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ২০:০৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে স্বপ্ন ভিলেজ নামের এক আবাসন কোম্পানির অফিস ও বাউন্ডারি দেয়াল ভাঙচুর করেছে চাঁদাবাজরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় পানি আগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বপ্ন ভিলেজ আবাসন কোম্পানির চেয়ারম্যান আরমান মোল্লা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আফাজউদ্দিন, ওয়াজিউল্যাহ, মাহমুদ হোসেন টিটুসহ কয়েকজন তার কাছে ৪০ লাখ টাকা চাদা দাবি করেন। চাঁদার টাকা না দেয়ায় শনিবার দুপুরে আফাজউদ্দিনের নেতৃত্বে ৩০/৪০ দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে কোম্পানির জমি দখল নিতে হামলা চালায়।

হামলাকারীরা কোম্পানির অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা কোম্পানির বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে। এতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) লিয়াকত আলী বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ