ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

গফরগাঁয়ে জোরপূর্বক বিল দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৩৯

ময়মনসিংহের গফরগাঁয়ে ভূমিদস্যু, সন্ত্রাসী, মাদকসেবী তছলিম বাহিনীর প্রধান তছলিম কর্তৃক জোরপূর্বক উরপাথর বিল দখল তৎপরতার বিরুদ্ধে আইনগত হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বিলের ভূমি মালিকরা।

শনিবার (৫ অক্টোবর) সকালে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মলন করেন তারা।

উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের ৩৬০ কাঠা জমির ওপর উরপাথর বিলে গত এক বছর ধরে চাষ করে আসছিলো প্রজেক্ট মালিক অনীক খান। তসলিম বাহিনী জোরপূর্বক বিল দখলের চেষ্টা করছে বলে দাবি করেন প্রজেক্ট মালিক ও ভূমি মালিকেরা।

বিল মালিকেরা বলেন, গত ২৭ এপ্রিল ২০২৩ সালে অনিক খানকে ভাড়া দেই। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এলাকার চিহ্নিত দখলবাজ তছলিম বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই বিল সম্পর্কে। প্রকৃত সত্য হল আমরা মালিকরা সম্মিলিতভাবে অনিক খানকে ৫ বছরের জন্য ভাড়া দেই। এই অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা চাইছি।

এসময়ে দাবি উপস্থাপন করেন ভূমি মালিক অবসর প্রাপ্ত শিক্ষক মো. হাতেম আলী খান, কৃষক আকরাম আলী খান, প্রজেক্ট মালিকের স্বত্বাধিকারী অনীক খান, কৃষক মো. কবির মফিজুদ্দিন শেখসহ আরো অনেকে। পরে ভূমি মালিকরা ও এলাকার লোকজন প্রেসক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ করে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ