ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১২:২৫

নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের থেকে কার্যালয় থেকে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মো. আরাফাত হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জুবায়ের আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, জেলা শিক্ষা জাহাঙ্গীর আলম, আলী, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালযের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াতসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ।

জাতীয় পর্যায়ে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াত দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, জেলার শিক্ষার মান গুণগত উন্নত করতে শিক্ষকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ