ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ 

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১১:৪০

ভারতে বিজেপি নেতা বিধায়ক নিতিশ রানে ও ভারতীয় পুরোহিত রামগিরি কর্তৃক প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামাজের পর সম্মিলিত ওলামা পরিষদ রূপগঞ্জ শাখা ও তারাবো পৌর ইমাম পরিষদের আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের বরপা ও বিশ্বরোড এলাকায় পৃথক এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মিলিত ওলামা পরিষদের রূপগঞ্জ শাখার সভাপতি মুফতি বদরুল আলম সিলেটির সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মান্নান সিরাজী, মুফতি নাজমুল হাসান আরিফী, হাফেজ মাওলানা ফয়সাল আবদুল্লাহ, মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মুফতি আব্দুল কাইয়ুম মাদানী, মাওলানা ইমরান হোসাইন আজমীসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-এর অপমান আমরা মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারী বিজেপি নেতাকে শাস্তি দাবি করেন।

বক্তারা সরকারের উদ্দেশ্য আরও বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেব না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ