ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৪, ২২:৫৫

সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাবেশ করেছে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি রজব আলী ফকির, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, রূপগঞ্জে কোনো চাঁদাবাজি জমি দখল, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির যদি কেউ নৈরাজ্যের সাথে জড়িত থাকে তাদেরকে বহিষ্কার করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ