শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালের পানিতে ডুবে উলফতদ্দিন ওরফে উলু মুন্সী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার দুওসুও ইউনিয়নের গান্ডীকারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উলফতদ্দিন ওই গ্রামের মৃত ইসমাঈল হকের ছেলে ও ইঞ্জিয়ার আব্দুর রহমানের বাবা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি উলফতদ্দিন। পরে আব্দুল মজিদের বাড়ির পাশের এক খালে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

জানা যায়, দীর্ঘদিন ধরে উলফতদ্দিন প্রায় স্মৃতিহারা ছিলেন, ঠিক মতো খেয়াল রাখতে পারতেন না। সময়-অসময় শুধু নামাজের কথা বলতেন এবং যখন তখন নামাজ পড়তেন। তাই যেখানে সেখানে অজুর জন্য পানি খুঁজতেন। অজুর পানি খুঁজতে গিয়ে পা পিছলে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, উলফতদ্দিনের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ