শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে ২ পর্যটকের মৃত্যু

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৪, ১৬:৫৫

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপে পড়ে মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১) নামের দুইজন পর্যটক নিহত হয়েছেন। তারা বন্ধু ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগার হাট এলাকার রূপসী ঝরনার কূপে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মমিন।

মিরসরাই ফারার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বড়দারোগা হাট এলাকায় রুপসী ঝরনায় পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে ঝরনার কূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আদনানের খালাত ভাই আফিফুর রহমান বলেন, আমার খালাত ভাই ও এলাকার এক ছোটভাই সহ ১৪ জন মিলে মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে আসি। ঝরনার কূপে গিয়ে ছবি তোলার সময় মুত্তাকিম (২১) ঝরনায় কূপে পড়ে গেলে আদনান তাকে উদ্ধার করতে গেলে সেও কূপে পড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা অনেক খোঁজা খুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।

নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। মরদেহগুলোর সুরতহাল কাজ চলছে, আইনি প্রক্রিয়া শেষ বিস্তারিত বলা যাবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ