ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৪, ১৩:৩৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১৩:৩৯

অতিরিক্ত যানবাহনের চাপ, মুসলধারে বৃষ্টি এবং সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ৪ (অক্টোবর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন নান্নু খান, মহাসড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপ এবং ভারী বর্ষণ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারেনি। এছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় ছোটবড় দুর্ঘটনা ঘটে এতে এ যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে কাজ করছেন বলে জানিয়েছেন। দুপুর নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান।ন

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ