নেত্রকোনার আটপাড়ায় মারামারির মামলায় দুওজ ইউনিয়নের ইউপি সদস্য আক্কাছ উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে দুওজ ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারামারির মামলায় প্রধান আসামি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আক্কাছ উদ্দিন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে নাসির খালী খাল নিয়ে চরপাড়া গ্রামের সাইফুল ইসলামে লোকজনের সঙ্গে আক্কাছ মেম্বারের লোকজনের মারামারি হয়। এতে পাঁচ-সাতজন আহত হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর রাতে আক্কাস মেম্বারসহ ২২ জনকে আসামি করে একটি মারামারির মামলা করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, বিকালে চরপাড়া আক্কাছ মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আক্কাছ মেম্বারের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডসহ জমি দখলের অভিযোগ রয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ