ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিবসহ ২ নেতা বহিষ্কার

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৫৮
ছবি- পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য আতাউর রহমান বায়জিদ ও ময়মনসিংহ দক্ষিণ জেলার আওতাধীন পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করে। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে খাদ্য বান্ধব কর্মসূচির পাইথল ইউনিয়নের ডিলার সুখেন আকন্দসহ আরও দুইজনের বিরুদ্ধে কালোবাজারে চাল বিক্রির অভিযোগ উঠে। এলাকাবাসী আটক ৮৫ বস্তা চাল পাহারায় রেখে পুলিশে খবর দেয়।

পরে বুধবার সহকারী কমিশনার (ভূমি) সালমান রনি ঘটনাস্থলে গিয়ে গয়েশপুর গোদামে আটক চাল সিলগালা করে রাখেন।

এ ঘটনায় উপজেলার গয়েশপুর খাদ্য গোদাম কর্মকর্তা বাদী পাগলা থানায় মামলা দায়ের করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ