ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৪, ১৯:০৩

নড়াইলের লোহাগড়াতে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু আহমেদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

রাজু আহমেদ উপজেলার লক্ষীপাশা ইউপির ঝিকরা গ্রামের সাকায়েত ফকিরের ছেলে। তিনি নড়াইল সড়ক ও জনপদ বিভাগে সড়ক শ্রমিক পদে চাকরি করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে সম্প্রতি চাকরিতে যোগদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু গত ১৫ দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু আহমেদ। গতকাল বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে নড়াইল হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাজু মারা যান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ