ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

দশম গ্রেডের দাবিতে গফরগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৪, ১৭:৩৪

দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো সহকারী শিক্ষকেরা।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনের সড়ক এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা এই মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে সহকারী শিক্ষক আজিজুল হক জুয়েলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন আকন্দ।

এ ছাড়া বক্তব্য দেন সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রোখসানা পারভীন, নাজনীন আক্তার, আজমল হোসেন, আলজ রাজী প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকেরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

এ প্রসঙ্গে মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন আকন্দ বলেন, ‘দশম গ্রেড আমাদের ন্যায্য দাবি। এদিকে অষ্টম শ্রেণি পাস একজন সরকারি গাড়িচালক বেতন পান ১২তম গ্রেডে। এটি আমাদের জন্য লজ্জার। এই বৈষম্যের অবসান চাই।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রতন বলেন, ‘বর্তমান সময়ে একজন সহকারী শিক্ষকের ১৩তম গ্রেডে বেতন-ভাতা দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।’

এসময় সহকারী শিক্ষকেরা তাদের বক্তব্যে নিজেদের জীবনমান তুলে ধরে বলেন, ‘অসংখ্য শিক্ষক পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি, তারা যেন আমাদের বিষয়টি মেনে নেন।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ