ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ইটভাটায় লুটপাট

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলরের পিতার মালিকানাধীন ইটভাটায় লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ২ জনকে আটক করেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী এলাকার আবেদ আলীর ছেলে মামুন মিয়া ও ইসমাইলের ছেলে আবু সাঈদ।

ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুহুল আমিন জানান, দুপুর দেড়টার দিকে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় পৌরসভার ১নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর পনির হোসেনের পিতা আলীমুদ্দিনের মালিকানাধীন এআরবি-২ ইটভাটায় স্থানীয় মোশারফ বাহিনীর ১৫/২০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবেশ করে। এসময় তারা ইটভাটায় রাখা ইট জোরপূর্বক ট্রাকে ভর্তি করে নিয়ে অনত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মামুন মিয়া ও আবু সাঈদ নামে দুইজনকে আটক করে। এ সময় জব্দ করা হয় ইট ভর্তি একটি ট্রাক।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসআই আরও জানান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ