ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভালুকায় গার্মেন্টস কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১

ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টস কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামের এক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে কারখানার লিফটের ৪০ ফুট নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। সে ও তার বড় ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করেন।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন এই গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সন্ধ্যার ভবনের লিফটের গর্তে দুর্গন্ধ শুরু হলে থানাকে জানানো হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ