সিরাজগঞ্জের তাড়াশে অপরিকল্পতি পুকুর খনন করায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া, সরাপপুর, জাহাঙ্গীর গাতী, ভীকমপুর ও ঝুরঝুরি গ্রামসহ বিভিন্ন গ্রাম থেকে ৫ শতাধিক এলাকাবাসী ওই মানববন্ধনে অংশ নেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব তাড়াশ এলাকার তিন ফসলি জমিতে অপরিকল্পিতভাবে ৫ শতাধিক অবৈধ পুকুর খননের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার প্রায় ৪০০ হেক্টর জমি আনাবাদি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে ভুক্তভোগীরা জলাবদ্ধতা নিরসনে ও অবৈধভাবে পুকুর খনন বন্ধ করার দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মো. শাহরিয়ার সেতার, কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ, ইউপি সদস্য মো. সোলায়মান হোসেন প্রমুখ।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ