হিন্দু ধর্মাম্বলীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়দের সাথে রূপগঞ্জ থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানা অডিটরিয়ামে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলীর সভাপতিত্বে এ এসময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র পাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার শর্মাসহ উপজেলার সকল দূর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকগণ।
এ সময় সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, হিন্দু ধর্মাম্বলীদের শারদীয় দূর্গাপূজা যেন সুন্দরভাবে পালন করা হয়। সেজন্য রূপগঞ্জ থানা পুলিশ প্রত্যেকটি পূজা মন্ডপে নজর রাখবে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশের পাশাপাশি, সাদা পোশাকধারী পুলিশ, আনসার বাহিনীর সদস্য থাকবে। এছাড়া বিশেষ নজরদারির ক্ষেত্রে প্রতিটি মন্ডপে সি সি ক্যামেরার ব্যবস্থা রাখার জন্য প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকে দৃষ্টি আকর্ষন করেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ