নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় জড়িত ৪ ডাকাত সদস্যকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে কিশোগঞ্জের সদর থানাধীন পাগলা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী।
গ্রেপ্তাররা হলেন- নরসিংদির মাধবদী এলাকার শাহিন মিয়া, পলাশ এলাকার হিরন মিয়া, কাজল মিয়া ও ডাঙ্গা এলাকার সাইফুল ইসলাম।
লিয়াকত আলী জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে ১৬/১৭ জনের একটি ডাকাতদল অস্ত্রসস্ত্র নিয়ে রূপগঞ্জের ভুলতায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেডের উপকেন্দ্রে প্রবেশ করে। তারা গেইটে থাকা ২ সিকিউরিটি গার্ড ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে ডিউটিরত সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীকে অস্ত্রের মুখে জিম্মি করে মুখ ও হাত পা বেধে ফেলে। একপর্যায়ে ডাকাতরা নিয়ন্ত্রন কক্ষ থেকে কম্পিউটারের ৪টি সিপিও, ১টি মনিটর, ক্যাবল, ৪ টি ব্যাটারিসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দিপঙ্কর দাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে কিশোরগঞ্জের পাগলা মসজিদ এলাকা থেকে ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। এসময জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ