ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নেত্রকোনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩১

নেত্রকোনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলের কোমলমতি শিশুরা অংশ নিয়েছে। সঙ্গে ছিলেন অভিভাবকরা। র‍্যালিটি ডি সি অফিস গেট থেকে প্রধান সড়ক পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে আসে।

পরে ডিসির সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

শেষে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এ সময় জেলার অপার সম্ভাবনার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুর্গাপুর কলমাকান্দা ও হাওরাঞ্চলকে ঢেলে সাজিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার কথা জানান ডিসি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ