ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

বাকেরগঞ্জে বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫২

বরিশালে বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়কে দুধাল মৌ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তারা দুর্ঘটনার শিকার হয়।

নিহত শিক্ষার্থীরা হলো- বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনশি গ্রামের আরব আলী খানের ছেলে বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জয় খান (১৬) ও নাসির হাওলাদারের ছেলে বাকেরগঞ্জ মুজাহিদিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র সাইমুন হাওলাদার (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে দুই শিক্ষার্থী মিলে ভাড়ার মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যায়। এসময়ে বরিশাল কুয়াকাটা মহাসড়কে দুধাল মৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা গোল্ডেন লাইন পরিবহনের সাথে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা লেবুখালী সেনানিবাস সিএমএইচে নিয়ে যায়। এরপরে চিকিৎসক আহতদের ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখান থেকে চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঢাকায় (২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় আহত দুইজন মারা যান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ