ঢাকা, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

অন্যের জমি জাল দলিল সৃজন করতে গিয়ে তিন প্রতারক আটক

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৬

অন্যের জমি নিজের দাবি করে ভুয়া দলিল সৃজন করতে গিয়ে চট্টগ্রাম কোর্ট হিলের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে তিন প্রতারকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- মো. সিরাজুল আলম টিপু ওরফে (ভূমিদস্যু টাউট টিপু), মো. আলী, মো. শহিদ। পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আলী আজগর জানান, দলিল রেজিস্ট্রি করতে এলে দেখা যায় তারা প্রকৃত মলিক নন তারা। তিনি আরও জানান, রেজিস্ট্রি অফিসে এক আমমোক্তারনামা দলিল রেজিস্ট্রি করতে এলে জবানবন্দিতে দলিলের দাতার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। অন্যের জমি নিজের দাবি করে তারা ভুয়া রেজিস্ট্রি সম্পন্ন চেষ্টা করায় এ সময় দাতা ও শনাক্তকারীসহ তিন প্রতারককে আটক করা হয়। গোপন সূত্রে জানা যায়, সিরাজুল আলম টিপু ওরফে (ভূমিদস্যু টাউট টিপু) নিজেকে কখনো বড় সাংবাদিক আবার সিনিয়র আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ