ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ডিবির হাতে আটক সুমন সেরনিয়াবাত তিন দিনের রিমান্ডে

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮

বিএন‌পির কার্যালয় পোড়া‌নো মামলায় ডিবির হাতে আটক ব‌রিশাল জেল‌া ছাত্রলী‌গের সভাপ‌তি ও মহানগর আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক হেমা‌য়েত উদ্দিন সেরনিয়াবাত স‌ুমন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) স‌ুমনকে বরিশাল বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. আশরাফ উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তিনি দিনের রিমান্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।

এ সময় ছাত্রলী‌গের সভাপ‌তি ও মহানগর আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক হেমা‌য়েত উদ্দিন সেরনিয়াবাত স‌ুমনকে আটকের পর হাজির করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ মেট্রোপলিটন আদালতের নাজির কামরুল ইসলাম।

এর আগে গত সোমবার ২৩ সেপ্টেম্বর রাত ১১টায় ঢাকার ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি। সুমন সেরনিয়াবাত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর এপিএস ছিলেন। তিনি বিএনপির অফিস পোড়ানো মামলার ৪২ নম্বর আসামি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ