ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি-হাড় উদ্ধার

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই তৌহিদুজ্জামান জানান, বিকেল ৩টার দিকে পূর্বাচলের সড়কের নির্মাণ কাজে কর্মরত নিরাপত্তাকর্মী আবু তাহের সেতুর উত্তর পাশে মাটি থেকে কাপড় বের হয়ে আছে, পরে তিনি কাপড়ের কিছু অংশ টেনে বাইরে বের করেন। এসময় কাপড়ের ভিতরে মানুষের মাথার খুলি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাথার খুলিসহ ৪০ টি হাড় উদ্ধার করেন।

উদ্ধার হওয়া হাড়গুলোর পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসআই জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ