ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২

চট্টগ্রাম মিরসরাইয়ের বিদ্যুতায়িত হয়ে মো. কুদ্দুস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতবাড়িতে রং কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস দীর্ঘদিন বারইয়ারহাট পৌর এলাকার সাগরিকা বোডিংয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সন্দীপ বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতবাড়িতে রঙয়ের কাজ করতে যান কুদ্দুস। সেখানে পানির টাংকি ওপরে উঠার সময় হঠাৎ পা পিছলে বৈদ্যুতিক তারে ওপর পড়ে যান। এতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ওসি তদন্ত কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে রঙয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যাক্তি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের সন্ধান মিলেনি বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ