ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আশুলিয়ায় আজও প্রায় ২০টি কারখানা বন্ধ

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮

চলমান শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ায় আজও অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

এদিকে আন্দোলনের মুখে জামগড়া, বেরন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ।

আন্দোলনের কারণে কারখানাগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

নিশ্চিন্তপুরের বন্ধ কারখানা নিউএইজ’র গেটে ঝুলানো শ্রমিকদের দাবিনামা থেকে জানা যায় আটঘণ্টা ডিউটি মাসিক বেতন ২৫ হাজার টাকা বাৎসরিক বেতন, পনেরো শতাংশ হারে বৃদ্ধি করা, হাজিরা বোনাস এক হাজার টাকা নির্ধারণ এবং হাজিরার ক্ষেত্রে পনেরো মিনিট পর্যন্ত ছাড় দেয়া প্রত্যেক শ্রমিকের রেশন কার্ড প্রদানসহ ১৫ দফা দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা।

তবে অধিকাংশ কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ করছে শ্রমিকরা। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

তবে অন্যদিকে অধিকাংশ কারখানাতেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজ করে যাচ্ছে।

এদিকে ঘটনার পর থেকেই শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ