পটুয়াখালী বাউফলে ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়ি, ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যুৎ সেক্টরে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয় এবং ২০ মিনিট সময় ধরে তাণ্ডব চালায়।
বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী শতাধিক আধাপাকা ও কাচা বাড়িঘর বিধস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঘর বিধস্ত হয়েছে গাছ পড়ে। এছাড়া ঝড়ে কয়েক শ বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানদি কামিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিধস্ত হয়েছে।
স্থানীয় পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাতটি খাম্বা ভেঙে গেছে। তিনটি খাম্বা হেলে পড়েছে। কমপক্ষে ২০০ পয়েন্ট গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক হতে চার-পাঁচ দিন সময় লাগতে পারে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ক্ষয়-ক্ষতি নিরুপনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
নয়শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ