ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯৫ শিক্ষার্থী পেলো নগদ অর্থ ও শিক্ষা উপকরণ

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৩

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিরসরাই মিলনায়তনে ঢাকাস্থ মিরসরাই প্রফেশনালস সোসাইটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রফেশনালস সোসাইটির সভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শামঝুদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পুলিশের ডিআইজি (অব.) মেসবাহুন নবী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মোহসীন,

মো. কামরুল হাসান এফসিএ, এনামুল গোফরান চৌধুরী, জিলহাজ উদ্দিন প্রমুখ।

মিরসরাই প্রফেশনালস সোসাইটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মোহসীন জানান, উপজেলার করেরহাট কামিনী মজুমদার, জয়পুর পূর্ব জোয়ার, মহাজনহাট ফজলুর রহমান, ওচমানপুর বহুমুখী, আবুরহাট, ঝুলনপোল বেনী মাধব ও মিঠানালা রাম দয়াল উচ্চ বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থীকে নগদ টাকা ও শিক্ষার প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়েছে। আগামীতে আমাদের উপজেলার সব কয়টি বিদ্যালয়ে এ সহযোগিতা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ